শিরোপার দৌড়ে টিকে রইল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপার দৌড়ে টিকে রইল আর্জেন্টিনা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের জয়ের পর আর্জেন্টিনা পয়েন্ট হারালেই পিছিয়ে যেত শিরোপার দৌড় থেকে।

শেষ পর্যন্ত সেটা অবশ্য হয়নি। ম্যাচের ৮৬ মিনিটে সুবিয়াব্রের গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। এই জয়ের সুবাদে টানা ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে শিরোপার দৌড়ে ভালোভাবেই টিকে আছে মেসি-ডি মারিয়ার উত্তরসূরীরা।

ব্রাজিল এই মুহূর্তে অবস্থান করছে টেবিলের শীর্ষে। আর্জেন্টিনার সমান ৯ পয়েন্ট থাকলেও তারা এগিয়ে আছে গোল ব্যবধানে। এচেভেরি-সুবিয়াব্রেদের আর্জেন্টিনা আগের ম্যাচেও জয় পেয়েছিল মাত্র ১ গোলের ব্যবধানে। তবে উরুগুয়ের জালে সেদিন ৪ গোল দিয়েছিল তারা। কলম্বিয়ার বিপক্ষে গোলের দেখা পেতেই হিমশিম খেয়েছে তারা।

কনমেবল অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের আসরে নেই ফাইনাল বা সেমিফাইনাল। এখানে লিগ পদ্ধতিতে শীর্ষে থাকা দলই হয় চ্যাম্পিয়ন। প্রতিটি ম্যাচই তাই সমান গুরুত্বপূর্ণ। ৩ ম্যাচে জয় নিয়ে শিরোপার পথে ভালোভাবেই টিকে আছে আর্জেন্টিনা। সেইসঙ্গে এই জয়ে ব্রাজিলের মতো তাদেরও অনূর্ধ্ব-২০ যুব বিশ্বকাপের টিকিট নিশ্চিত হলো।

ইউএ / টিডিএস

You may also like