৭টি ছক্কা হাঁকিয়ে মোট ছক্কার সংখ্যা ৩৩৮ করে ক্রিস গেইলের রেকর্ড ভাঙলেন ভারতীও ক্রিকেটার রোহিত শর্মা।
রবিবার (৯ ফেব্রুয়ারি) ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে রান তাড়ায় ৭ ছক্কা ও ৯ চারে ৭৬ বলে সেঞ্চুরি স্পর্শ করেন রোহিত। দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এটি তার।
রোহিতের ৯০ বলে ১১৯ রানের ইনিংস। ১২টি চারের পাশাপাশি হাঁকালেন ৭টি ছক্কা। আর তাতেই ভাঙল ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিস গেইলের রেকর্ড।
ওয়ানডেতে গেইলের মোট ছক্কার সংখ্যা ৩৩১। সেই রেকর্ড আগেই ছুঁয়েছেন এই ক্রিকেটার। ইংল্যান্ডের বিরুদ্ধে সেটা টপকে গেলেন তিনি। ম্যাচ শেষে তার মোট ছক্কার সংখ্যা ৩৩৮। তবে এই তালিকায় সবার উপরে আছেন পাকিস্তানের শাহিদ আফ্রিদি। তার মোট ছক্কার সংখ্যা ৩৫১।
পাকিস্তানের সাবেক এই ব্যাটারের চেয়ে বর্তমানে মাত্র ১৩টি ছক্কা দূরে আছেন ভারতের অধিনায়ক। ওয়ানডের লম্বা ইতিহাসে কেবল এই তিনজনই ৩০০ এর বেশি ছক্কা মেরেছেন।
ইউএ / টিডিএস