ইংল্যান্ডের হারে লজ্জামুক্তি বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

চলতি সিরিজে ভারতের কাছে ইংল্যান্ডের হার বাংলাদেশকেও অন্তত কিছুটা লজ্জা থেকে মুক্তি দিয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) ম্যাচটা চলতি সিরিজে ইংল্যান্ডের হার নিশ্চিত করেছে। ইংল্যান্ডের দেয়া ৩০৫ রানের টার্গেট ভারত পেরিয়েছে ৩৩ বল হাতে রেখে।

ইংল্যান্ডের ফর্ম বর্তমানে ওয়ানডে ফরম্যাটে ভালো নয়। একের পর এক ম্যাচে হার। ২০২৩ বিশ্বকাপ পরবর্তী সময়ে ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে বেশি ম্যাচ হারের তালিকায় বাংলাদেশের সঙ্গে শীর্ষে উঠে এসেছে জস বাটলারের দল। বিশ্বকাপ পরবর্তী সময়ে ইংল্যান্ড ২২ ম্যাচে ১৫টি হারিয়েছে। যেখানে বাংলাদেশ ২১ ম্যাচের মধ্যে ১৫টি ম্যাচে পরাজিত হয়েছে।

২০২৩ বিশ্বকাপের পর সবচেয়ে বেশি হার (ওয়ানডে ফরম্যাট)
ইংল্যান্ড – ২২ ম্যাচে ১৫ হার
বাংলাদেশ – ২১ ম্যাচে ১৫ হার
নেদারল্যান্ডস – ২১ ম্যাচে ১২ হার
শ্রীলঙ্কা – ৩০ ম্যাচে ১২ হার

ইউএ / টিডিএস

You may also like