রেফারিং পেনাল্টির বিতর্কের জন্ম দিয়ে ১-১ গোলের ড্রয়ে শেষ হয় মাদ্রিদ ডার্বি।
শনিবার (৮ ফেব্রুয়ারি) মাদ্রিদের শহরের দুই দলের ম্যাচ অনুষ্ঠিতও হয়। একদিকে রিয়াল মাদ্রিদ অন্যদিকে অ্যাতলেটিকো মাদ্রিদ। ম্যাচ থেকে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে মাদ্রিদ শহরের প্রতিপক্ষ বার্সেলোনা। লা লিগার শিরোপার দৌড়ে রিয়াল এবং অ্যাতলেটিকোর চেয়ে খানিকটা পিছিয়েই গিয়েছিল তারা। কিন্তু গতকালের ড্র তাদের সুযোগ করে দিলো পয়েন্ট টেবিলে ফিরে আসার।
লা লিগায় আগের ম্যাচে এস্পানিওলের কাছে হারের পর রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছিল রিয়াল মাদ্রিদ। তাদের অভিযোগের প্রেক্ষিতে বিদ্রুপের মন্তব্য করেছিলেন লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস। যা নিয়ে রিয়াল পাল্টা প্রতিক্রিয়া জানায়। অ্যাতলেটিকো মাদ্রিদও রেফারিদের পক্ষ নিয়ে পাল্টা বিবৃতি দেয়। সবমিলিয়ে ছিল জটিল এক পরিস্থিতি।
মাঠের বাইরের সেই আলোচনার প্রভাব দেখা গেল মাঠের খেলাতেও। ব্যাপক বিতর্কের জন্ম দিয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে পেনাল্টির বাঁশি বাজিয়েছেন রেফারি। তাতে লিড পেয়েছিল অ্যাতলেটিকো মাদ্রিদ। পরবর্তীতে রিয়াল ম্যাচে ফেরে কিলিয়ান এমবাপ্পের গোলের সুবাদে।
ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ ছিল ফর্মের চূড়ায়। নিজেদের সবশেষ ২১ ম্যাচের মধ্যে ১৯ ম্যাচেই জয় ছিল তাদের। তবে প্রতিপক্ষ অ্যাতলেটিকো মাদ্রিদ সুপরিচিত নিজেদের লো-ব্লক ডিফেন্সের জন্য। জমাট সেই রক্ষণের দেয়াল ভাঙা ঠিক কতখানি কঠিন তা আবার রিয়াল মাদ্রিদ টের পেয়েছে এই ম্যাচে। রবিন লা নরমান্দকে এই ম্যাচে পায়নি অ্যাতলেটিকো। সেটার সুযোগ নিতে পারেনি বল দখলে এগিয়ে থাকা রিয়াল মাদ্রিদ।
রিয়ালকে বারবার হতাশ করেছেন ইয়ান ওবলাক। ভিনিসিয়ুস, রদ্রিগো, এমবাপে ও বেলিংহ্যামকে ঠেকিয়ে হতাশ করেন অ্যাতলেটিকোর গোলরক্ষক। তারই সুবাদে ড্র হয় মাদ্রিদ ডার্বি।
ইউএ / টিডিএস