আর্সেনালকে হারিয়ে ফাইনালে নিউক্যাসেল

স্পোর্টস ডেস্ক

ইংলিশ কারাবাও কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে নিউক্যাসল ইউনাইটেড।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে সেন্ট জেমস পার্কে আর্সেনালের বিরুদ্ধে নিউক্যাসেল ইউনাইটেডের ম্যাচটি অনুষ্ঠিত হয়। দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানের অগ্রগামিতায় ফাইনালে উঠল নিউক্যাসেল। প্রথম লেগেও ২-০ গোলে জিতেছিল তারা।

আর্সেনালের বিরুদ্ধে নিউক্যাসেল ইউনাইটেডের পারফরম্যান্স সত্যিই প্রশংসনীয় ছিল। আধিপত্য থাকা সত্ত্বেও আর্সেনাল ম্যাচটি শেষ করতে পারল না এবং নিউক্যাসেল খুব ভালোভাবে দুই অর্ধে দুটি গোল করে জয়লাভ করেছে।

সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে মোট পাঁচটি ম্যাচে হারল আর্সেনাল। যার তিনটিই নিউক্যাসেলের বিপক্ষে।

ইউএ / টিডিএস

You may also like