এসিএল ইনজুরিতে আহত হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ।
রবিবার (২ ফেব্রুয়ারি) ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচ হারের পাশাপাশি দুঃসংবাদও পেয়েছে ইউনাইটেডের সমর্থকরা।
ম্যাচের ৮২তম মিনিটে প্রতিপক্ষ উইঙ্গার ইসমালিয়া সারের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে ইনজুরিতে পড়েন এই ফুটবলার। মাঠে ছুটে যান ইউনাইটেডের ফিজিও টিম। কিছুক্ষণ পর স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় বিশ্বকাপজয়ী তারকাকে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ আমোরিম বলেন, ‘আমরা আগামী কয়েকদিন বিষয়টি পর্যবেক্ষণ করব। আমি মনে করি বেশ জটিল ধরণের ইনজুরি। লিসান্দ্রো শুধু একজন দুর্দান্ত খেলোয়াড়ই নয়। বরং ড্রেসিংরুমের একটি শক্তিশালী চরিত্র। এই মুহুর্তে এটি আমাদের জন্য কঠিন এক পরিস্থিতি।‘
আমোরিম না জানালেও ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে, এসিএল ইনজুরিতে পড়লে কমপক্ষে ৯ থেকে ১০ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে মার্টিনেজকে। ফলে চলতি মৌসুমে এই ফুটবলার মাঠে নামতে পারবেন না।
আর্জেন্টিনার এই ডিফেন্ডারের ইনজুরি এতোটাই গুরুতর যে মৌসুমে তাকে আর মাঠে দেখা যাবে কি না তা জানেন না ইউনাইটেডের আমোরিম।
ইউএ / টিডিএস