কাঁধে বড় দায়িত্ব রোহিত-কোহলির

স্পোর্টস ডেস্ক

রোহিত শর্মা ও বিরাট কোহলির কাঁধেই থাকবে ভারতের দায়িত্ব বললেন কোচ গৌতম গম্ভীর।

শনিবার (১ ফেব্রুয়ারি) ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি অনুষ্ঠানে চ্যাম্পিয়ন্স ট্রফির পরিকল্পনা নিয়ে কথা বলেন গৌতম। ব্যাটে রান না থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রয়েছেন রোহিত ও বিরাট। অধিনায়কত্ব সামলাবেন রোহিত।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবার আরেকটি ট্রফি জয়ের স্বপ্ন দেখছে ভারত। ভালো ফর্মে না থাকলেও টুর্নামেন্ট শুরুর আগে কোচ গৌতম গম্ভীর অভিজ্ঞ এই দুই ক্রিকেটারের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন।

গম্ভীর বলেন, ‘রোহিত, কোহলির বড় দায়িত্ব রয়েছে। এখনও দেশের হয়ে খেলার ক্ষুধা ওদের রয়েছে। দেশের হয়ে খেলার আবেগ রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি বিশ্বকাপের থেকে আলাদা। এখানে প্রতিটা ম্যাচ সমান গুরুত্বপূর্ণ। প্রতিটা ম্যাচই নকআউট। আমার কাছে সাজঘরে রোহিত ও কোহলির বড় ভূমিকা রয়েছে। ওদের দেখে বাকিরা অনুপ্রাণিত হবে। বাকিরাও নিজেদের সেরাটা দেবে। কোহলি, রোহিত দলকে নেতৃত্ব দেবে। এটাই ওদের বড় কাজ।’

গম্ভীর আরও বলেন, ‘আমরা এটা ভেবে যাচ্ছি না যে ২৩ ফেব্রুয়ারি সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। চ্যাম্পিয়ন হতে গেলে পাঁচটা ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য প্রতিটা ম্যাচ জেতা। তাই প্রতিটা ম্যাচ সমান গুরুত্ব দিয়ে খেলব। হ্যাঁ ভারত-পাকিস্তান ম্যাচে আবেগের একটা জায়গা আছে। কিন্তু খেলা তো সেই ব্যাট আর বলের।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশর বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি পাকিস্তান। আর তৃতীয় ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ২৩ ফেব্রুয়ারি দুবাইতে হবে ভারত ও পাকিস্তানের ম্যাচ।

ইউএ / টিডিএস

You may also like