ভারত অলরাউন্ডার শিভাম দুবের পরিবর্তে দ্বিতীয় ইনিংসে ফুলটাইম পেসার হার্ষিত রানাকে মাঠে নামানোর কারণে বিতর্কের সৃষ্টি হয়।
শুক্রবার (৩১ জানুয়ারি) পুনেতে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম তিন টি-টোয়েন্টির শেষে স্বাগতিকরা ২-১ ব্যবধানে এগিয়ে ছিল। তবে চতুর্থ ম্যাচে এক অদ্ভুদ বিপত্তি দেখা দেয়।
স্বাগতিকদের একাদশে অলরাউন্ডার শিভাম দুবে ছিলেন কিন্তু দ্বিতীয় ইনিংসে তাকে কনকাশন সাব (ইনজুরিজনিত পরিবর্তন) হিসেবে বদলে তরুণ পেসার হার্ষিত রানাকে মাঠে নামানো হয়। অনিয়মিত বোলারের পরিবর্তে ফুলটাইম পেসার হার্ষিত রানাকে একাদশে অন্তর্ভুক্ত করায় ইংল্যান্ডেরা আপত্তি করেছেন।
ম্যাচ শেষে জস বাটলার বলেন, ‘এটি সঠিক রিপ্লেসমেন্ট ছিল না। সমান রিপ্লেসমেন্টের জন্য হয়তো দুবেকে ঘণ্টায় ২৫ মাইল গতিতে বল করতে হবে নয়তো ব্যাটিংয়ে উন্নতি করতে হবে রানার। আমি যখন ব্যাট করতে নামি তখন আমার মনে প্রশ্ন জাগে– ‘‘হার্ষিত কার পরিবর্তে খেলছে?’’ তারা বলল যে তাকে কনকাশন রিপ্লেসমেন্ট হিসেবে নেওয়া হয়েছে যার সঙ্গে আমি একমত নই। কিন্তু খেলার অংশ ভেবেই আমি জয়ের লক্ষ্যে ম্যাচটা চালিয়ে নিই।’
এরপর মজার ছলেই ইংলিশ অধিনায়ক বলেন, ‘সম্ভবত পরবর্তী ম্যাচে আমরা টস দিতে নামলে বলব যে আমরা ১২ জন নিয়ে খেলছি।’
ইউএ / টিডিএস