অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল।
শুক্রবার (৩১ জানুয়ারি) কুয়ালালামপুরে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার তরুণীদের ১১ বল হাতে রেখে ৫ উইকেটে হারিয়েছে প্রোটিয়া নারী ক্রিকেটাররা।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। কাওমি ব্রে ৩৬ এবং এলা ব্রিসকো ২৭ রানে অপরাজিত থাকলেও অস্ট্রেলিয়া ছোট রানে থেমে যায়। দক্ষিণ আফ্রিকার বোলার অ্যাশলে ফন উইক ৩ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন।
জবাব দিতে নেমে শুরুতে দ্রুত ২ উইকেট হারালেও প্রোটিয়া দল থেমে যায়নি। ওপেনার জেমা বোথা এবং মিডল অর্ডার ও অধিনায়ক কায়লা রেয়েনেকের দৃঢ়তায় সহজেই লক্ষ্যে পৌঁছায় দক্ষিণ আফ্রিকা। জেমা বোথা ২৪ বলে ৩৭ রান করেন, কায়লা রেয়েনেক ২৬ বলে ২৬ রান করেন এবং কারাবো মেসো করেন ১৯ রান।
শেষ পর্যন্ত ১৮.১ ওভারে (১১ বল হাতে রেখে) ৫ উইকেটে জয় নিশ্চিত করে ফাইনালে পৌঁছায় দক্ষিণ আফ্রিকা। তারা ফাইনালে খেলবে ইংল্যান্ড এবং ভারতের মধ্যকার জয়ী দলের বিপক্ষে।
সুপ্তি / টিডিএস