কোহলির জন্যই সরাসরি সম্প্রচার হবে রঞ্জি ম্যাচ

স্পোর্টস ডেস্ক

এক যুগেরও বেশি সময় পর রঞ্জি ট্রফিতে ফিরছেন বিরাট কোহলি। তাই শেষ মুহূর্তে সম্প্রচার পরিকল্পনায় পরিবর্তন এনেছে বিসিসিআই।

বৃহস্পতিবার( ৩০ জানুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রেলওয়েজের বিরুদ্ধে মাঠে নামবেন বিরাট কোহলির দিল্লি।

বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘দিল্লির বাইরে কোহলির বহু ভক্ত আছে। তাদের কথা ভেবে জিও সিনেমা এই ম্যাচটা দেখানোর ব্যবস্থা করছে।’

কোহলির প্রতি সমর্থকদের উন্মাদনার কারণে শেষ মুহূর্তে সেই সূচিতে পরিবর্তন আনা হয়েছে এবং তড়িঘড়ি দিল্লি বনাম রেলওয়েজ ম্যাচও সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে জিও সিনেমা।

ইউএ / টিডিএস

You may also like