টি-টোয়েন্টিতে দুইবার আউটের মাঝে সবচেয়ে বেশি রানের নতুন বিস্ময়কর রেকর্ড গড়েছেন তিলক ভার্মা। ১৪ বলে ১৮ রান সংগ্রহের পর তিনি মাঠ ছেড়ে যান।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়। আদিল রশিদের একটি দারুণ ডেলিভারি ব্যাকফুটে খেলার চেষ্টা করে বোল্ড হয়ে ফিরে যান ভারতীয় এই ব্যাটার। ততক্ষণে তার নামের পাশে যুক্ত হয়ে গেছে এক বিরল ও ভিন্ন ধরনের বিশ্বরেকর্ড।
টি-টোয়েন্টি ফরম্যাটে দুবার আউট হওয়ার আগে তিলক করেছেন মোট ৩৩৬ রান যার মধ্যে দুটো সেঞ্চুরি এবং একটি ফিফটি ছিল। আউট হওয়ার আগে তিনি খেলেছিলেন ইন্টারন্যাশনাল ১০৭, ১২০, ৭২, ১৯ রানের অপরাজিত ৪টি ইনিংস।
অসাধারণ এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি ভেঙে দিয়েছেন নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যানের ২৭১ রানের পুরানো রেকর্ড।
দুই আউটের মাঝে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান
৩৩৬ – তিলক ভার্মা (দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড, ২০২৪-২০২৫)
২৭১ – মার্ক চাপম্যান (পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত, ২০২৩)
২৪০ – শ্রেয়াশ আইয়ার (শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা, ২০২২)
২৪০ – অ্যারন ফিঞ্চ (জিম্বাবুয়ে ও পাকিস্তান, ২০১৮)
ইউএ / টিডিএস