আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইসের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক

দীর্ঘ ১৩ বছরের পথচলা শেষ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল’র প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ অ্যালারডাইস পদত্যাগ করেছেন।নতুন চ্যালেঞ্জ গ্রহণের জন্য তার এই পদত্যাগ।

বুধবার (২৯ জানুয়ারি) বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আইসিসির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। অ্যালারডাইসের আইসিসিতে যোগদান ২০১২ সালে এবং ২০২১ সালে প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

আইসিসির প্রকাশিত বিবৃতিতে অ্যালারডাইসের ভাষ্য, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করতে পারা আমার জন্য সম্মানের। ক্রিকেটের বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া থেকে শুরু করে আইসিসির সদস্যদের জন্য বাণিজ্যিক ভিত্তি স্থাপন করা পর্যন্ত আমরা যা কিছু অর্জন করেছি তাতে আমি সত্যিই গর্বিত।’

নিজের পদত্যাগের উপযুক্ত সময় মনে করে অ্যালারডাইস আরও বলেন, ‘গত ১৩ বছর ধরে আমাকে সমর্থন ও সহযোগিতার জন্য আইসিসির চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ এবং গোটা ক্রিকেট সম্প্রদায়কে ধন্যবাদ জানাতে চাই। আমি বিশ্বাস করি পদত্যাগ করার এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য এটাই সঠিক সময়। আমার আত্মবিশ্বাসী যে ক্রিকেটের সামনে রোমাঞ্চকর সময় অপেক্ষা করছে। আমি আইসিসি ও বিশ্ব ক্রিকেট সম্প্রদায়ের ভবিষ্যৎ সাফল্য কামনা করছি।’

অ্যালারডাইসের পদত্যাগের খবরে জয় শাহ বলেন, ‘আইসিসি বোর্ডের পক্ষ থেকে আমি জিওফকে তার নেতৃত্ব ও দায়িত্বশীলতার জন্য আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। ক্রিকেটকে বৈশ্বিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা তার সেবা নিয়ে কৃতজ্ঞ এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।’

আইসিসিতে আসার আগে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করেছিলেন তিনি।

ইউএ / টিডিএস

You may also like