“পদ্মশ্রী” পদকে মনোনীত ভারত ক্রিকেটার অশ্বিন

স্পোর্টস ডেস্ক

ভারতের চতুর্থ বেসামরিক পুরস্কার ‘পদ্মশ্রী’ পাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। এই পদক তার খেলার স্বীকৃতির প্রতীক হয়ে থাকবে।

শনিবার (২৫ জানুয়ারি) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৫ সালের পদ্মা অ্যাওয়ার্ডের জন্য মনোনীত তালিকায় রয়েছে ১৩৯ জন। এদের মধ্যে ৭ জনকে পদ্মবিভূষণ, ১৯ জনকে পদ্মভূষণ এবং ১১৩ জনকে পদ্মশ্রী দেওয়া হবে।

ক্রীড়াঙ্গনের ৫ জনের মধ্যে রয়েছেন অশ্বিন। অবসর গ্রহণের পর থেকেই তার অবদানের গুরুত্ব আরো বেশি সামনে এসেছে। ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের মাঝে দ্বিতীয় ম্যাচের পরেই হঠাৎ সংবাদ সম্মেলনে এসে অবসরের ঘোষণা দিয়েছিলেন এই খেলোয়াড়।

ভারতীয় সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘পদ্মা অ্যাওয়ার্ড’’ তিনটি ক্যাটাগরিতে দেওয়া হবে। পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। এটি বিভিন্ন ক্ষেত্রে যেমন শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা, সমাজসেবা, শিল্পকলা ও সরকারি কাজে অবদান রাখার জন্য প্রদান করা হয়।

বেসামরিক পদকের জন্য মনোনীত হয়ে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এবং সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

ইউএ / টিডিএস

You may also like