মুলতান টেস্টের প্রথম দিনেই পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে প্রথম স্পিনার হিসেবে হ্যাটট্রিক করেন নোমান আলী। পাকিস্তানের হয়ে টেস্ট হ্যাটট্রিক করা পঞ্চম বোলারও হন তিনি।
নোমানের এই হ্যাটট্রিক আরেকটি দিক থেকে পাকিস্তানের ক্রিকেটে প্রথম। তিনি দেশের ইতিহাসে সবচেয়ে বয়স্ক বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেন। এমনকি টেস্ট ইতিহাসে তার চেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করা শুধু একমাত্র রাঙ্গানা হেরাথ। যিনি ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৮ বছর ১৩৯ দিন বয়সে এই কীর্তি গড়েছিলেন।
নোমান আক্রমণে আসার পর দ্রুত উইকেট শিকার করেন। তার দ্বিতীয় ওভারে ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট আউট হন। পরবর্তী ওভারে আলিক আথানেজকে শূন্যতে বিদায় করেন সাজিদ।
ইনিংসের অষ্টম ওভারে বোলিং শুরু করে নোমান। প্রথম উইকেট আসে তার তৃতীয় ওভারে আর দ্বিতীয় উইকেট আসে ইনিংসের ১১তম ওভারে। নোমান প্রথম বলেই ক্যাচ দেন জাস্টিন গ্রেভসকে। আর পরের বলেই টেভিন ইমলাখকে লেগ বিফোর আউট করেন। তৃতীয় বলেই সিনক্লেয়ারকে গালিতে বাবর আজমের হাতে ক্যাচ দিয়ে নোমান হ্যাটট্রিক পূর্ণ করেন।
এরপর ইনিংসে আরও ৩ উইকেট শিকার করে নোমান। সবমিলিয়ে তিনি ৪১ রানে ৬ উইকেট নিয়েছেন এবং ১৫.১ ওভার বোলিং করেছেন।
সুপ্তি / টিডিএস