আইসিসি সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশ ঘোষণা করেছে। চ্যাম্পিয়ন ভারত থেকে পাঁচ ক্রিকেটার এই দলে জায়গা পেয়েছেন, তবে অধিনায়ক রোহিত শর্মা সেরা একাদশে স্থান পাননি।
রানার্সআপ নিউজিল্যান্ড থেকে চারজন ক্রিকেটার এই দলে অন্তর্ভুক্ত হয়েছেন, এবং দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন মিচেল স্যান্টনার। আফগানিস্তান থেকে দুটি নামও জায়গা পেয়েছে। তবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং স্বাগতিক পাকিস্তান থেকে কোনো ক্রিকেটারই দলে স্থান পাননি।
রোববার ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় ভারত। পরদিন সোমবার আইসিসি সেরা একাদশ ঘোষণা করে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের রাচীন রবীন্দ্র, যিনি ৪ ম্যাচে ২৬৩ রান করেছেন। তার সঙ্গে ওপেনার হিসেবে আফগানিস্তানের ইব্রাহিম জাদরান রয়েছেন, যিনি ইংল্যান্ডের বিপক্ষে ১৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
ভারতের বিরাট কোহলি (২১৮ রান), শ্রেয়াস আইয়ার (২৪৩ রান) এবং লোকেশ রাহুল (১৪০ রান) ব্যাটিংয়ে অবদান রেখে সেরা একাদশে জায়গা পেয়েছেন। রাহুল উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন। নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস ১৭৭ রান এবং অসাধারণ ফিল্ডিংয়ের জন্য সেরা একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন। আফগানিস্তানের আজমতউল্লাহ উমারজাই (১২৬ রান ও ৭ উইকেট) পেস অলরাউন্ডার হিসেবে রয়েছেন। বোলিং বিভাগে আছেন মিচেল স্যান্টনার (৯ উইকেট), মোহাম্মদ শামি (৯ উইকেট), বরুণ চক্রবর্তী (৯ উইকেট) এবং ম্যাট হেনরি (১০ উইকেট)।
দ্বাদশ ক্রিকেটার হিসেবে ভারত থেকে অক্ষর প্যাটেল স্থান পেয়েছেন, যিনি ৫ উইকেটের সঙ্গে ১০৯ রানও করেছেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশ:
রাচীন রবীন্দ্র, ইব্রাহিম জাদরান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, আজমতউল্লাহ উমারজাই, মিচেল স্যান্টনার (অধিনায়ক), মোহাম্মদ শামি, ম্যাট হেনরি, বরুণ চক্রবর্তী।
দ্বাদশ ক্রিকেটার: অক্ষর প্যাটেল।