পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তানের অনুপস্থিতির কারণ

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘিরে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রতিযোগিতার মূল আয়োজক পাকিস্তানের কোনো প্রতিনিধি মঞ্চে কেন উপস্থিত ছিলেন না, এ নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনার পর শোয়েব আখতার ও রশিদ লাতিফসহ প্রাক্তন ক্রিকেটাররা ক্ষোভ প্রকাশ করেছেন।

রীতি অনুযায়ী মঞ্চে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনও কর্তা উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু সেখানে ভারতীয় ক্রিকেট বোর্ডের দুজন প্রতিনিধি উপস্থিত ছিলেন—সভাপতি রজার বিনি এবং সচিব দেবজিৎ সাইকিয়া। এছাড়া মঞ্চে ছিলেন আইসিসির চেয়ারম্যান জয় শাহও। মঞ্চের তিন প্রধান অতিথিই ভারতীয় ছিলেন।

ক্রিকবাজের এক প্রতিবেদন অনুযায়ী, প্রটোকল অনুযায়ী বোর্ড চেয়ারম্যান ছাড়া অন্য কেউ পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়াতে পারেন না। তবে রবিবার (৯ মার্চ) ফাইনালে উপস্থিত ছিলেন না পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি ওই দিন সংসদীয় কাজে ব্যস্ত ছিলেন এবং ইসলামাবাদে অবস্থান করেছিলেন।

জানা গেছে, ভারত-নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন পিসিবির সিইও সুমাইর আহমেদ। যিনি প্রতিযোগিতার ডিরেক্টরও ছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির সমাপ্তি অনুষ্ঠানে সুমাইরই ছিলেন পাকিস্তানের প্রতিনিধি। তবে তাঁকে পুরস্কার বিতরণী মঞ্চে আমন্ত্রণ জানানো হয়নি। ভারতের একাধিক গণমাধ্যমের দাবি, আইসিসির দায়িত্বপ্রাপ্তরা নাকি সুমাইরের উপস্থিতি সম্পর্কে অবগত ছিলেন না।

পুরো ঘটনার জন্য আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে, এখন পর্যন্ত ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা কোনও ব্যাখ্যা দেয়নি। পিসিবি পাশাপাশি দেবজিৎ সাইকিয়ার উপস্থিতি নিয়েও আলাদা ব্যাখ্যা চেয়েছে, এমনটি জানিয়েছে একাধিক গণমাধ্যম।

ইউএ / টিডিএস

You may also like