আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির বিজয়ী দল ট্রফির সঙ্গে প্রাইজমানি পাবে, তবে সবচেয়ে বড় সম্মাননা হিসেবে তারা পাবেন ‘সাদা ব্লেজার’। এটি টুর্নামেন্টের একটি বিশেষ ঐতিহ্যে পরিণত হয়েছে। ফাইনালে বিজয়ী দলের সদস্যরা এই সাদা ব্লেজার পরে ট্রফি হাতে উল্লাস করেন।
২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার আসরে অস্ট্রেলিয়া প্রথমবারের মতো এই ‘সাদা ব্লেজার’ পেয়েছিল। মূলত মিনি বিশ্বকাপজয়ী দলের সদস্যদের সম্মান জানাতেই আইসিসি এই উদ্যোগ নিয়েছিল। এরপর ভারত এবং পাকিস্তানও এটি পরিধান করেছে। আজ, নিউজিল্যান্ড হতে পারে চতুর্থ দল, যা এই ব্লেজার অর্জন করবে। আর ভারতের সামনে সুযোগ রয়েছে প্রথম দল হিসেবে দুইবার এই ব্লেজার নিজেদের করে নেওয়ার।
জানা গেছে, মুম্বাইয়ের ফ্যাশন ডিজাইনার ববিতা এমের ডিজাইন করা এই সাদা ব্লেজারটি ইতালিয়ান উল, টেক্সার এবং স্টাইপস দিয়ে তৈরি করা হয়। সাদা রঙের জ্যাকেটে সোনালি সুতো দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো এমব্রয়ডারি করা থাকে।
২০০৯ সালে শুরু হলেও এখন এটি চ্যাম্পিয়ন্স ট্রফির একটি গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আইসিসি এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছিল, যেখানে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম বলেছিলেন, “আইসিসি পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফি সেরা খেলোয়াড়দের তুলে ধরে। সাদা ব্লেজার তার গুরুত্ব এবং মূল্য তুলে ধরে।”