রোহিত শর্মার টস জেতার ভাগ্য যেন সঙ্গী নয়। একের পর এক ম্যাচে টস হারিয়েই যাচ্ছেন তিনি। গতকাল রবিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনারের কাছে আবারও টস হারেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এর মাধ্যমে অধিনায়ক হিসেবে টানা ১২ ম্যাচে টস হারের রেকর্ড গড়লেন রোহিত।
এই রেকর্ডটি ওয়ানডে ক্রিকেটে টানা টস হারানোর সর্বোচ্চ রেকর্ড, যা আগে এককভাবে ব্রায়ান লারার দখলে ছিল। প্রায় ২৬ বছর ধরে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি এই রেকর্ডটি ধরে রেখেছিলেন। এবার সেই রেকর্ডে নিজের নাম তুললেন রোহিত শর্মা। তার এই টস-ভাগ্যের দুর্ভোগ শুরু হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে, যখন ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হারেন তিনি।
এরপর ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজেও টসে জিততে পারেননি। ২০২৪ সালের আগস্টে শ্রীলঙ্কা সফরেও টস ভাগ্য তার দিকে ফিরল না। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৫টি ম্যাচের সবকটিতেই টস হারিয়েছেন রোহিত। এর আগেও ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজেও একই পরিস্থিতি ছিল।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনারের কাছে টস হারানোর পর রোহিত শর্মা টানা ১২ ম্যাচ টস হারানোর এক নতুন রেকর্ড গড়লেন।
এর আগে, ১৯৯৮ থেকে ১৯৯৯ সালের মধ্যে ব্রায়ান লারা টানা ১২ ওয়ানডে ম্যাচে টস হারিয়ে এই রেকর্ডটি স্থাপন করেছিলেন। এরপর, পিটার বোরেন ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে নেদারল্যান্ডসের নেতৃত্বে টানা ১১ ম্যাচে টস হারিয়েছিলেন। আর কোনো অধিনায়ক ওয়ানডেতে টানা ১০ ম্যাচে টস হেরেছেন বলে জানা যায়নি।
এই পরিস্থিতিতে, ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও লোকেশ রাহুলের নেতৃত্বে দলের টস হারের এই ধারাটি আরও দীর্ঘ হয়েছে। ৫০ ওভারের ক্রিকেটে এখন পর্যন্ত নেদারল্যান্ডস ছাড়া আর কোনো দল টানা ১০টির বেশি ম্যাচে টস হেরেনি।