আইসিসি ইভেন্টে ভারতের সর্বশেষ ২৪ ম্যাচের মধ্যে ২৩টি জয়। একমাত্র পরাজয়টি ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে। গত ১৮ মাস ধরে ভারত বিশ্ব ক্রিকেটে এক শক্তিশালী, ধারাবাহিক দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া খেলেছে চারটি ফাইনাল, যার মধ্যে দুটি জয় তাদের।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর গতকাল দুবাইয়ে ভারতীয় ক্রিকেট আবার শিরোপার উল্লাসে মাতে। নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ১২ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা নিজেদের মাটিতে তুলে নেয় ভারত। এই ট্রফি এখন তাদেরই হাতে, এবং তারা এই প্রতিযোগিতার সবচেয়ে সফল দলও হয়ে উঠেছে। এর আগে তারা তিনবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে।
গতকালের এই জয় ভারতকে ক্রিকেট বিশ্বে একটি বিরল রেকর্ড অর্জন করতে সাহায্য করেছে। ম্যান ইন ব্লু এখন টানা দুই আইসিসি ইভেন্টের শিরোপা জয়ের কীর্তি স্থাপন করেছে। এর আগে কেবল ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া এই কৃতিত্ব অর্জন করেছিল, যদিও অস্ট্রেলিয়া দুইবার এই কীর্তি স্থাপন করেছে।
১৯৭৫ সালে প্রথম বিশ্বকাপের মাধ্যমে আইসিসি ইভেন্টের পথচলা শুরু হয়। প্রথম দুই বিশ্বকাপেই শিরোপা জেতে ওয়েস্ট ইন্ডিজ। ১৯৭৫ এবং ১৯৭৯ সালে তারা টানা দুই বিশ্বকাপ জিতে প্রথম দল হিসেবে দুই আইসিসি শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করে।
অস্ট্রেলিয়া ২০০৬ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০০৭ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতে টানা দুই আইসিসি ইভেন্টের শিরোপা জয়ের দ্বিতীয় দল হয়ে ওঠে। এরপর, ২০২৩ সালে অস্ট্রেলিয়া ছয় মাসের ব্যবধানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং একদিনের বিশ্বকাপ শিরোপা জেতে।
ভারত এখন সেই তালিকায় যোগ হল, প্রথমে ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং তারপর গতকাল নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে।