৮
সুপ্তি / টিডিএস
শেষ পর্যন্ত শঙ্কাটি বাস্তবে পরিণত হচ্ছে। সেমিফাইনালে আঘাত পাওয়ার পর ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ম্যাট হেনরির খেলা নিয়ে ছিল অনিশ্চয়তা। ধারণা করা হচ্ছিল, হয়তো তিনি ফাইনালের আগেই ফিট হতে পারবেন না। এবং ঠিক সেটাই ঘটেছে। ফাইনালের ঘণ্টাখানেক আগে ওয়ার্মআপে ম্যাট হেনরি যখন কান্নায় ভেজা চোখে মাঠ ছাড়েন, তখন স্পষ্ট হয়ে যায় যে, কিউই শিবিরের জন্য এটি একটি বড় ধাক্কা।
দুবাইয়ে ভারতের বিপক্ষে ফাইনালের পূর্বে ম্যাট হেনরিকে দেখে মনে হচ্ছে, তিনি ফাইনালে খেলবেন না। জিও হটস্টারের ক্রিকেট বিশ্লেষক আম্বাতি রাইডুও জানিয়েছেন, “পরিস্থিতি দেখে মনে হচ্ছে ম্যাট হেনরি ফাইনালে অংশগ্রহণ করবেন না।”
@2025 – All Right Reserved.