৭ হাজার কোটি টাকার জুয়া ভারত-নিউজিল্যান্ড ম্যাচে

স্পোর্টস ডেস্ক

আজ দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, যেখানে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। এই গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে আবারও সক্রিয় হয়ে উঠেছে অবৈধ বেটিং চক্র। ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ইতোমধ্যে ম্যাচটি নিয়ে প্রায় ৭ হাজার কোটি টাকার বাজি ধরেছে জুয়াড়িরা।

প্রতিটি বড় ক্রিকেট ম্যাচেই ভারতের জুয়াড়ি চক্র সক্রিয় থাকে, তবে আইসিসির ইভেন্ট হলে তাদের কার্যক্রম অনেক বেড়ে যায়। বিশেষ করে দুবাইয়ে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ায় আন্তর্জাতিক বুকিদের প্রভাবও প্রবল হয়েছে। গোয়েন্দাদের ধারণা, ভারতীয় মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের ‘ডি কোম্পানি’ও এই ম্যাচের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারে।

ভারতীয় পুলিশের অপরাধ বিভাগ ইতোমধ্যেই সেমিফাইনাল ম্যাচের পর বেটিং চক্রের সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে পারভিন কোচার এবং সঞ্জয় কুমার নামে দুই বুকি সেমিফাইনালে জুয়ায় সক্রিয় ছিলেন। পুলিশ তাদের কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ ও অন্যান্য বেটিং সরঞ্জাম জব্দ করেছে।

এনডিটিভি জানিয়েছে, পারভিন কোচার একটি ‘মাস্টার আইডি’ ব্যবহার করে বেটিং ওয়েবসাইটে অন্যদের জন্য আইডি তৈরি করতেন। প্রতিটি লেনদেন থেকে সিন্ডিকেট ৩ শতাংশ কমিশন পেত। সেই সঙ্গে ফোন কলের মাধ্যমেও অফলাইন বেটিং চালানো হতো।

সূত্রের দাবি, পারভিন কোচার প্রতি ম্যাচে প্রায় ৪০ হাজার রুপি লাভ করতেন এবং ৩৫ হাজার রুপি ভাড়ায় একটি ঘর নিয়ে বেটিং কার্যক্রম চালাতেন। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, পুরো নেটওয়ার্কটি দুবাই থেকে পরিচালিত হচ্ছে—এমনকি আজকের ভারত-নিউজিল্যান্ড ফাইনালও একই শহরে অনুষ্ঠিত হচ্ছে।

সুপ্তি / টিডিএস

You may also like