রবিন্দ্রন অশ্বিনের চাওয়া ফাইনালেও যেন ভারত টস হারে।
এ বিষয়টি রোহিতকেও মানসিকভঅবে স্বস্তিতে রাখবে বলে মনে করছেন সাবেক এই ভারতীয় অলরাউন্ডার। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ‘আমার মতে ভারতের টস জেতার লক্ষ্য থাকা উচিৎ নয়। আমি তাদের এক্ষেত্রে হেরে যেতে বলব। নিউজিল্যান্ডকে টস জিতে সিদ্ধান্তের ভারত নিতে দেওয়া উচিৎ। যা ভারতকে কিছুটা কৌশলগত অবস্থানে রাখবে।’
ফাইনালে ভারতই ফেবারিট হিসেবে খেলতে নামবে বলেও মত অশ্বিনের, ‘এর আগে ভারত ডিফেন্ড (আগে ব্যাট) কিংবা রান চেজ করায় সফল হয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি ভারত ৫৪-৪৬ শতাংশের বিচারে ফেবারিট থাকবে। যদিও নিউজিল্যান্ডের বোলাররা এর আগে ভারতের জন্য সমস্যার কারণ হয়েছিল। তারা এখনও অনেক শক্তিশালী দল।’
ম্যাচে অভিজ্ঞ কিউই ব্যাটার কেইন উইলিয়ামসনের সঙ্গে ভারতীয় স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার লড়াই বেশ জমবে বলে মনে করেন অশ্বিন। তার মতে, ‘যদি আপনি ক্রিকেটের গুণমুগ্ধ ব্যক্তি হয়ে থাকেন, তাহলে উইলিয়ামসন বনাম জাদেজার লড়াইটি আপনার জন্য খুবই রোমাঞ্চকর হতে যাচ্ছে। জাদু তাকে বিপদে ফেলবে জেনেই উইলিয়ামসন লেগ স্টাম্পের কিছুটা সরে যান। মাঝেমধ্যে তিনি বেরিয়ে এসে বোলারের মাথার ওপর দিয়ে চিপ শট কিংবা এক্সট্রা কভার দিয়ে শট খেলেন।’
সাবেক এই ভারতীয় অলরাউন্ডার আরও বলেন, ‘এমনকি তিনি (উইলিয়ামসন) ব্যাকফুটে গিয়ে কাট শট খেলারও চেষ্টা করেন। ফলে দুজনের মাঝে ইঁদুর-বিড়াল খেলা চলে। জাদেজার ওপর চড়াও হতে চান উইলিয়ামসন, অন্যদিকে জাদুও তারা লেংথ ও গতি দিয়ে পরাস্থ করার চেষ্টায় থাকে। মাঝের ওভারগুলোয় তাদের প্রদর্শনীটা হয় টম এন্ড জেরির মতো। তাদের লড়াইটা ম্যাচের ফল নির্ধারণী সিদ্ধান্ত এনে দেয়। তাই দুইয়ের এই লড়াই বেশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে। বাঁ-হাতি স্পিনে জাদেজা অনেক গতিসম্পন্ন। তাকে কাট শট খেলা কঠিন এবং সুইপ খেলা প্রায় অসম্ভব। আপনি স্লগ সুইপ খেলতে পারেন, তবে স্বাভাবিক সুইপ খেলতে পারবেন না।’
‘জাদুর বড় সুবিধা উইলিয়ামসনের জন্য সে কখনোই স্লো বল করে না এবং পাশাপাশি টার্ন–ও পায় সে। তার বল ছাড়ার জায়গাটা ভালো, সে কারণেই টার্ন পায় এবং বলে নিজের বিপ্লবটাও প্রয়োগ করতে পারে’, আরও যোগ করেন অশ্বিন।
ইউএ / টিডিএস