চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর শুরু হওয়ার আগ থেকেই সমালোচনার অন্ত ছিল না। এর মধ্যে সবচেয়ে বড় আলোচনা ছিল ভারতের পাকিস্তানে না যাওয়ার বিষয়টি। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ ছিল পাকিস্তান, তবে পাকিস্তান বা অন্য কোনো দেশে না গিয়ে একমাত্র দুবাইয়ে তাদের ম্যাচগুলো খেলছে ভারত।
বাকি দলগুলো যেখানে দীর্ঘ সফর শেষে ক্লান্ত, সেখানে ভারত একই ভেন্যুতে একের পর এক ম্যাচ খেলছে। এখন সবার নজর আজকের ফাইনালে। এমন পরিস্থিতিতে অনেকেই অভিযোগ তুলছেন যে, আইসিসি থেকে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে, যার কারণে তারা আসরে সফল হচ্ছে। এই বিষয়টি নিয়ে নাসের হুসাইন, মাইক আথারটনদের মতো কিংবদন্তি ক্রিকেটার থেকে শুরু করে বর্তমানে রাসি ভ্যান ডার ডুসেন এবং দ্বিতীয় সেমিফাইনালের পর ডেভিড মিলারও ভারতকে সমালোচনা করেছেন।
ভারতের এই বাড়তি সুবিধা নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন সৌরভ গাঙ্গুলি পরিস্থিতির পাল্টা ব্যাখ্যা দিলেন। সাবেক ভারতীয় অধিনায়কের মতে, পাকিস্তানে গিয়ে ব্যাটিং স্বর্গে খেলার সুযোগ পেলে ভারতীয় ব্যাটসম্যানরা খুশি থাকত। তবে বাস্তবতার কারণে তাদের দুবাইয়ে খেলতে হচ্ছে, যেখানে চ্যালেঞ্জ অনেক বেশি। ভারতীয় দলের পাকিস্তান না যাওয়ায় কোনো ভুল দেখছেন না ভারতের সাবেক বোর্ড প্রধান।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দুই আসরের অধিনায়ক হিসেবে সাবেক এই ব্যাটসম্যান ট্রেইলব্লেজার্স স্পোর্টস কনক্লেভে বলেছিলেন, ভারত বাধ্য হয়েই দুবাইয়ে খেলছে।
“কিসের পছন্দ? ভারত তো নিজেদের ইচ্ছায় সব ম্যাচ দুবাইয়ে খেলতে রাজি হয়নি! তারা পাকিস্তানে যেতে পারছে না, ভারতের সরকার অনুমতি দিচ্ছে না। এজন্য খেলতে হচ্ছে (দুবাইয়ে)। এটা তো ভারতীয় দলের হাতে নেই। ব্যাপারটি তো এমনই।”
গত দুটি বৈশ্বিক আসরে ভারত প্রচুর ভ্রমণ করতে হয়েছে এবং তার পরও তারা একটি চ্যাম্পিয়ন হয়েছে, আরেকটিতে রানার্স আপ, সেটিও মনে করিয়ে দিলেন সৌরভ। ২২ বছর আগের বিশ্বকাপে ইংল্যান্ডের পদক্ষেপও মনে করিয়ে দিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম শিরোপাজয়ী নেতা।
“ভারত দেশের মাঠের বিশ্বকাপে ৯টি ভিন্ন শহরে খেলেছে। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ৮টি (আদতে ৫টি) ভিন্ন শহরে খেলে। ভারত দুবাইয়ে খেলার কোনো ব্যাপার এখানে নেই।”
“আমার মনে আছে, ২০০৩ বিশ্বকাপে অধিনায়ক ছিলাম আমি, তখন জিম্বাবুয়েতে সফরে যায়নি ইংল্যান্ড। তারা জিম্বাবুয়েকে পয়েন্ট দিয়ে দিয়েছে, কারণ সেখানে গিয়ে খেলবে না। কাজেই সব দেশেরই নিজস্ব ধরন আছে সবকিছুর এবং আমার মনে হয়, পাকিস্তান সফরে না যাওয়ায় ভারতীয় দল ও সরকারের কোনো ভুল এখানে নেই।”
সুপ্তি / টিডিএস