চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচের অনলাইনের সব টিকিট মাত্র ২ ঘণ্টায় বিক্রি হয়ে গেছে।
রবিবার (৯মার্চ) চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দুবাইয়ে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ভারত। ফাইনালের জন্য অনলাইনে টিকিট ছাড়ার দুই ঘণ্টার মধ্যে সকল টিকিট বিক্রি হয়ে যায়।
সেমিফাইনাল শেষে ফাইনালের ভেন্যু নিশ্চিত করে আইসিসি। ফাইনালের মাত্র চার দিন আগে শুরু হয় টিকিট বিক্রি। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত ফাইনালে উঠতেই রাতেই শুরু হয় টিকিট বিক্রি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা গেছে, অনলাইনে টিকিট বিক্রি শুরু হলে ১ লাখেরও বেশি দর্শক আবেদন করেন। মাত্র ২ ঘণ্টায় অনলাইনে সব টিকিট বিক্রি হয়ে গেছে তারা জানিয়েছে।
ফাইনালের ভেন্যু, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের ধারণক্ষমতা ২৫ হাজার। এখানে টিকিটের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে আড়ইশ আমিরাতি দিরহাম যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার টাকা। এক্সক্লুসিভ স্কাই বক্স হসপিটালিটির টিকিটের সর্বোচ্চ মূল্য ১২ হাজার দিরহাম যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লাখ টাকা।
রবিবার ফাইনালে লড়বে নিউজিল্যান্ড ও ভারত। বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে খেলা।
ইউএ / টিডিএস