পাকিস্তানের বাজে পারফরম্যান্সের জন্য অধিনায়ক রিজওয়ানকে বড় দায় দিচ্ছেন মোহাম্মদ আমির।
চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরম্যান্স নিয়ে আমির বলেছেন, ‘রিজওয়ান… তুমি ফেরারি থেকে রিকশায় নেমে এসেছো! এক সময় আমি রিজওয়ানকে পছন্দ করতাম, কারণ সে ঘরোয়া ক্রিকেট ও পিএসএলে অধিনায়কত্ব করেছে এবং সেখানে সফল ছিল। তার দল ফাইনালও খেলেছে।’
তিনি আরও যোগ করেন, ‘হঠাৎ করে ২-৪ মাসের মধ্যে তার সিদ্ধান্তগুলো বদলে যেতে লাগলো। আমি জানি না কেন বা কী হয়েছে। কারণ আমি ২-৪ মাস ধরে তার সঙ্গে ড্রেসিংরুম ভাগ করিনি। কিন্তু সে যেভাবে আচরণ করছে তার সিদ্ধান্তগুলো খুবই অদ্ভুত লাগছে।’
রিজওয়ান কিছুদিন আগে বলেছেন, ‘আমরা যদি উন্নতি করতে চাই তাহলে নিজেদের খেলার মান আরও ভালো করতে হবে। আমাদের পরিস্থিতি সম্পর্কে আরও বেশি সজাগ থাকতে হবে। সঙ্গে প্রয়োজন পেশাদারিত্ব।’
রিজওয়ানের সেই বক্তব্যের সমালোচনা করে আমির বলেন, ‘যদি অধিনায়ক বলে যে তার কোনো ক্ষমতা ছিল না তাহলে সেটা মিথ্যে। তার কাছে ক্ষমতা ছিল। যেভাবে রিজওয়ানকে অধিনায়ক করা হয়েছে সেভাবে সে চাইলে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারত কিন্তু সে তা করেনি। আমি জানি না কেন।’
ইউএ / টিডিএস