সেমিফাইনালে ভারত ও অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক

টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পৌঁছেছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বে ম্যান ইন ব্লুদের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির হ্যাটট্রিক ফাইনালের হাতছানি। দারুণ ফর্মে থাকা ভারতীয় দলের আত্মবিশ্বাসে কোনো ঘাটতি নেই। তবে, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হওয়ায় কিছুটা উদ্বেগ রয়েইছে ভারতীয় সমর্থকদের মনে। আইসিসি টুর্নামেন্টে অস্ট্রেলিয়া যেন এক ভিন্ন রূপ ধারণ করে, এ কথা গতকাল সংবাদ সম্মেলনে নিজেও স্বীকার করেছেন রোহিত শর্মা।

সেমিফাইনালে পরিবর্তন আসতে পারে ভারতের প্রথম একাদশে। দেখে নেওয়া যাক কেমন হতে পারে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, মোহাম্মদ শামি ও বরুণ চক্রবর্তী।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রথম একাদশেও একাধিক পরিবর্তন হতে পারে। চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন ওপেনার ম্যাথিউ শর্ট। তার পরিবর্তে ওপেন করতে পারেন জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, ট্র্যাভিস হেড, স্টিভ স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশেন, জস ইংলিস (উইকেটরক্ষক), কুপার কোনোলি, গ্লেন ম্যাক্সওয়েল, শন অ্যাবট, বেন ডোয়ারশুইস, অ্যাডাম জাম্পা ও স্পেনসর জনসন।

সুপ্তি / টিডিএস

You may also like