ভারতের বিশেষ সুবিধা নিয়ে আইসিসিকে ধুয়ে দিলেন রিচার্ডস

স্পোর্টস ডেস্ক

হাইব্রিড মডেলে ভারতের বাড়তি সুবিধা ও দায়িত্ব পালনে আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেছেন ভিভ রিচার্ডস।

ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই কিংবদন্তির মতে, এসব সমস্যার দায় আইসিসিকেই নিতে হবে। কারণ পুরো আসর আয়োজনের পরিকল্পনা তাদেরই ছিল। তদারকির দায়িত্বও ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাঁধেই।

তিনি বলেন, ‘মানুষ যখন এটা (ভারত বাড়তি সুবিধা পাচ্ছে) বলে, তখন তাদের একটা যুক্তি থাকতে পারে। আমার মনে হয় এটা (এমন সূচি) রাজনীতির কারণে হয়েছে-আমি রাজনৈতিক দিকে ঢুকতে চাই না। তবে আমি বিশ্বাস করি, ক্রিকেট পরিচালনার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত, সেটা হলো আইসিসি, তারাই সমস্যা করছে বলে আমার মনে হয়।’

‘আমি চাই তারা এর একটি উত্তর নিয়ে সামনে আসুক। কেন? তারা যদি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা হয়, তাহলে এখন কেন এমনটা হচ্ছে? সত্যি কথা বলতে আমি এটা বিশ্বাস করি, এমন একটি জিনিস যা আমাদের সবাইকে একত্রিত করতে পারে, ভক্ত এমনকি শত্রুদেরও, সেটা হলো খেলাধুলা।’-যোগ করেন তিনি।

ইউএ / টিডিএস

You may also like