গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগামীকাল (মঙ্গলবার) প্রথম সেমিফাইনালে রোহিত শর্মাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারার পর ভারতের শিরোপার স্বপ্ন ভেঙে গিয়েছিল। এবার সেই প্রতিশোধ নিতে চাইবে তারা।
তবে সেমিফাইনালের আগে ভারতীয় শিবিরে এসেছে একটি দুঃসংবাদ। সম্প্রতি খবর আসে দলের ম্যানেজার আর দেবরাজের মা মারা গিয়েছেন। এই খবর শোনার পর তিনি দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
২০২৩ সালের অক্টোবর মাস থেকে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন দেবরাজ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের ম্যানেজারও তিনি।
হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি জগনমোহন রাও জানিয়েছেন, সোমবার সকালে দেবরাজ হায়দরাবাদ পৌঁছেছেন। এদিন তার মায়ের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এই কঠিন সময়ে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সবাই তার পাশে রয়েছে বলে জানিয়েছেন জগনমোহন।
মায়ের শেষকৃত্যের পর সেমিফাইনালের আগে দেবরাজ আবার দুবাই ফিরে আসবেন কি না, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। যদি তিনি ফিরতে না পারেন, তবে অন্য কাউকে ম্যানেজারের দায়িত্বে থাকতে হতে পারে।
সুপ্তি / টিডিএস