নিউজিল্যান্ড হারিয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে তিনটি ম্যাচেই জয় পেয়েছে ভারত। সোমবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৪৪ রানের বড় ব্যবধানে হারিয়ে রোহিত শর্মার দল গ্রুপ পর্ব শেষ করেছে।

এদিন ম্যাচে জয়ের সুযোগ নিউজিল্যান্ডের দিকে ছিল, তবে কেন উইলিয়ামসন ফিরে যাওয়ার পরেই সব আশা শেষ হয়ে যায় এবং ব্ল্যাক ক্যাপসরা অলআউট হয়ে যায়।

ভারত গ্রুপ ‘এ’ থেকে তিনটি ম্যাচেই জয়লাভ করায় তারা সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে। ৪ মার্চ দুবাইতে হবে ওই সেমিফাইনাল। পরদিন লাহোরে অন্য সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে।

ভারত এ বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২৩ বিশ্বকাপের ফাইনাল হারলেও, জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও পরাজিত হয়।

এই ম্যাচে ভারত টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান তোলে। শুরুতে ৩০ রানে ৩ উইকেট হারানো ভারতকে শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেল একসঙ্গে লড়াইয়ের পুঁজি এনে দেন। তারা ৯৮ রান যোগ করেন। আইয়ার ৯৮ বলে ৭৯ রান করেন, ৪টি চার এবং ২টি ছক্কা মারেন। অক্ষর প্যাটেল ৬১ বলে ৪২ রান করেন, তার ইনিংসে ছিল ৩টি চার ও ১টি ছক্কা। এছাড়া, কেএল রাহুল ২৩ এবং হার্ডিক পান্ডিয়া ৪৫ বলে ৪৫ রান করেন।

নিউজিল্যান্ডের শুরুটা ভালো ছিল না, ৩ উইকেট হারিয়ে তারা ৯৩ রান করতে সক্ষম হয়। রাচিন রবীন্দ্র (৬), উইল ইয়ং (২২) এবং ড্যারেল মিশেল (১৭) দ্রুত ফিরে যান। তবে কেন উইলিয়ামসন এক প্রান্ত আগলে ছিলেন। তিনি ১২০ বলে ৮১ রান করেন, ৭টি চার মারেন। টম ল্যাথাম (১৪) ও গ্লেন ফিলিপস (১২) ফিরে গেলেও উইলিয়ামসন এক প্রান্তে যুদ্ধ চালিয়ে যান।

পরে অধিনায়ক মিশেল স্যান্টনার ৩১ বলে ২৮ রান করলেও, দলকে জয়ের পথে নিয়ে যেতে পারেননি।

ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ ধ্বংস করেন, ১০ ওভারে ৪২ রান দিয়ে ৫ উইকেট নেন। কুলদীপ যাদব ২ উইকেট নেন, এবং অক্ষর প্যাটেল, হার্ডিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট শিকার করেন। নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি ৮ ওভারে ৪২ রান দিয়ে ৫ উইকেট নেন।

You may also like