চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের লজ্জাজনক রেকর্ড

স্পোর্টস ডেস্ক

২০২২ সালে দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা এনে দেওয়া জশ বাটলার ২০২৫ সালে এসে হয়ে পড়েছেন একেবারে বিবর্ণ।

চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি ছিল বাটলারের অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ। তবে এই শেষ ম্যাচেও জয় মিললো না। দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের সামনে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেনি এবং মাত্র ১৭৯ রানে অলআউট হয়ে যায়। এরপর প্রোটিয়ারা খুব সহজেই জয় নিশ্চিত করে। কোনো ম্যাচ না জিতে, ইংল্যান্ড ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করল গ্রুপপর্বে সবার নিচে, যা ১২ বছর আগের লজ্জাজনক রেকর্ডের পুনরাবৃত্তি হলো।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনটি ম্যাচ খেলেও জয় না পাওয়া দলের তালিকায় এখন ইংল্যান্ডও নাম লিখিয়েছে। এর আগে তিনটি দল এক আসরে তিনটি ম্যাচে হারলেও কোন ম্যাচ জিততে পারেনি। ২০০৬ সালে ভারতের মাটিতে বাছাইপর্বে ৩ ম্যাচ হেরে বিদায় নিয়েছিল জিম্বাবুয়ে, যেখানে বাংলাদেশ একমাত্র জয় পায়। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে গ্রুপ পর্বের তিন ম্যাচে হেরে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ, এবং ২০১৩ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আসরে পাকিস্তানও ৩ ম্যাচে হেরে যায়।

এবার, ২০২৫ সালে ইংল্যান্ডের যাত্রা শেষ হলো গ্রুপ পর্বের তিন ম্যাচে হেরে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বরেকর্ড স্কোর গড়েও হারতে হয়। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বোলিং আক্রমণের সামনে ইংল্যান্ড ৮ রানে পরাজিত হয়, আর শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটের ব্যবধানে হারতে হয়।

সুপ্তি / টিডিএস

You may also like