দর্শকদের টিকিটের মূল্য ফেরতের ঘোষণা পিসিবির

স্পোর্টস ডেস্ক

মাঠে বসে খেলা দেখতে না পারলেও বাতিল হওয়া দুই ম্যাচের টিকিটের মূল্য ফেরত পাবেন টিকিটধারীরা।

শনিবার (১ মার্চ) এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চ্যাম্পিয়নস ট্রফিতে রাওয়ালপিন্ডির দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। টসও হয়নি কোনো ম্যাচে। খেলা না দেখে হতাশ মনেই বাড়ি ফিরতে হয়েছে দর্শক-সমর্থকদের।

সাধারণ টিকিটধারীরা টাকা ফেরত পেলেও হসপিটালিটি (বক্স এবং পিসিবি গ্যালারি) টিকিটধারীরা তা পাবেন না। টিকিটের টাকা ফেরত নিতে আগামী ১০ থেকে ১৪ মার্চ পর্যন্ত নির্দিষ্ট আউটলেটে যেতে বলেছে পিসিবি।

এছাড়া পিসিবি জানিয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে মূল টিকিট নিয়ে আউটলেটে না গেলে দর্শকরা আর টিকিটের টাকা ফেরত পাবেন না।

ইউএ / টিডিএস

You may also like