চোটের কারণে অস্ট্রেলিয়ার ওপেনার সেমিফাইনাল মিস

স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দলে ইনজুরির কারণে প্রথম সারির পাঁচ ক্রিকেটার অনুপস্থিত। এর মধ্যে রয়েছেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জস হেজলউড এবং মিচেল মার্শ। স্টিভেন স্মিথের নেতৃত্বে অস্ট্রেলিয়া এবার একটি নতুন দল নিয়ে অংশ নিচ্ছে।

এবার আরও এক ক্রিকেটার চোট পেয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে অস্ট্রেলিয়ার ওপেনার ম্যাথ্যু শর্ট পায়ের পেশিতে টান পড়ে। এর কারণে তিনি পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েননি, তবে সেমিফাইনালে খেলতে পারবেন না। শর্ট দৌড়ানোর সময় সমস্যা অনুভব করেন এবং ১৫ বলে ২০ রান করে আউট হন।

শর্ট সেমিফাইনালে খেলতে না পারলে তার জায়গায় জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক অথবা অ্যারোন হার্ডি খেলতে পারেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ৬৩ রান করা শর্ট আফগানিস্তানের বিপক্ষে খেলছিলেন, কিন্তু বৃষ্টির কারণে পুরো ম্যাচটি ভেস্তে যায় এবং পয়েন্ট ভাগ করে দেওয়া হয়।

অস্ট্রেলিয়া ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে, আর আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৩। দক্ষিণ আফ্রিকা যদি ইংল্যান্ডের বিরুদ্ধে হারতে পারে, তাহলে নেট রান রেটের ভিত্তিতে সেমিফাইনাল নিশ্চিত হবে। তবে দক্ষিণ আফ্রিকারই সুযোগ বেশি।

অস্ট্রেলিয়ার সেমিফাইনালে প্রতিপক্ষ হবে ভারত অথবা নিউজিল্যান্ড, যারা গ্রুপের দ্বিতীয় স্থানে থাকবে। রোববার ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে যে দল জিতবে, তারা গ্রুপের শীর্ষে থাকবে।

সুপ্তি / টিডিএস

You may also like