বাবর-রিজওয়ানের সাফল্যের সমাধান দিয়েছেন হাফিজ

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আয়োজিত ‘গেম অন হ্যায়’ অনুষ্ঠানে পাকিস্তান–বাংলাদেশ ম্যাচ নিয়ে আলোচনা করেন মোহাম্মদ হাফিজ। সেখানে বাবর-রিজওয়ানের সাফল্যের রহস্যের সমাধান দিয়েছেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার।

হাফিজ বলেন, ‘সমাধান হিসেবে আমরা টিম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি, খেলোয়াড়দের নিয়ে কথা বলি। অনেক সময় বলি বিদেশি কোচ আনা দরকার। মনে হয় যে তাহলে আমরা সেরা ক্রিকেট খেলতে পারব। তাহলে আমরা একজন বিদেশি চেয়ারম্যান আনছি না কেন।’

সাফল্যের জন্য বিদেশি বোর্ডপ্রধান চাওয়ার কথা শুনে সঙ্গে সঙ্গে হেসে দেন অনুষ্ঠানে উপস্থিত দুই সাবেক ক্রিকেটার শোয়েব আখতার ও শোয়েব মালিক।

অনুষ্ঠান শেষে নিজের মন্তব্যের ভিডিও ক্লিপ এক্সে পোস্ট করেছেন হাফিজ। সেখানে শিরোনাম দিয়েছেন, ‘পাকিস্তান ক্রিকেটের সমাধান।’

হাফিজের এমন সমাধান নিয়ে চলছে হাস্যরস। তবে অনেকেই তার কথায় সমর্থন দিচ্ছেন। কারণ, সফলতা পেতে হয়তো এই একটি কাজই এখনো বাকি রেখেছে পাকিস্তান ক্রিকেট।

ইউএ / টিডিএস

You may also like