যে কারণে আউট ফিরিয়ে নিয়েছিলেন স্মিথ

স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের ম্যাচটিতে সবার নজর কেড়েছে অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথের উদারতার।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বৃষ্টিতে লড়াই পণ্ড হয়ে পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল। এতে সুবিধা পেয়েছে অজিরা। তবে বড় ক্ষতির মুখে পড়েছে আফগানিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিদায় ঘণ্টা বেজে গেছে হাসমতউল্লাহ, রশিদ ও নবিদের জন্য।

প্রশংসায় ভাসছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। আফগানিস্তানের এক ব্যাটারকে অস্ট্রেলিয়ার উইকেটকিপার রান আউট করেছিলেন। আফগান ব্যাটারকে আউট করেও উইকেট নেওয়ার সিদ্ধান্ত নেননি স্মিথ। বরং খেলা চালিয়ে যেতে আম্পায়ারদের অনুরোধ করেন অজি অধিনায়ক।

ঘটনাটি ঘটে আফগানিস্তানের ইনিংসের ৪৭তম ওভারের শেষ বলের সময়। অস্ট্রেলিয়ান পেসার নাথান এলিসের ওভার শেষ ভেবে স্ট্রাইক ছেড়ে দেন আফগান ব্যাটার নূর আহমেদ। তবে তখনও ওভার শেষের ঘোষণা দেননি আম্পায়ার। ঠিক সে সময় উইকেটরক্ষক জশ ইংলিস নূরকে রান আউট করেন।

ইংলিস আউটের আবেদন জানালেও অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ ছুটে এসে আম্পায়ারদের কাছে নূরকে আউট না দিতে অনুরোধ করেন। স্মিথের অনুরোধ মেনে নেন আম্পায়াররা। ফলে আউট হননি নূর। অস্ট্রেলিয়া অধিনায়কের এমন উদারতায় প্রশংসায় ভাসছেন তিনি।

আইসিসির নিয়ম অনুযায়ী, দুই পক্ষই যদি খেলা বন্ধ ভেবে থেমে যায় তবে সেই বলে আউটের সুযোগ থাকে না। তবে স্মিথ যদি আপিল চালিয়ে যেতেন তাহলে নূরকে ফিরে যেতে হতো।

স্মিথের এই আচরণের ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ২০২৩ সালে অ্যাশেজ সিরিজে ঠিক এমন এক ঘটনায় বিতর্কের মুখে পড়েছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচে ইংলিশ ব্যাটার জনি বেয়ারস্টোকে রান আউট করেছিলেন অজি উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি।

ইউএ / টিডিএস

You may also like