বাবর-রিজওয়ানদের কঠোর সমালোচনায় মেতেছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। টক শোতে বাবর-রিজওয়ানদের তুলোধুনো করছেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতারের মতো কিংবদন্তিরা।
সম্প্রতি ইউটিউবের এক অনুষ্ঠানে ওয়াসিম বলেছেন, ‘লোকেরা এখনো মাঝেমধ্যে আমার সমালোচনা করে বা আমার পেছনে লাগে এই বলে যে, আমি শুধু কথাই বলে যাই; কাজের কাজ কিছুই করি না।’
আলোচনা অনুষ্ঠানে ওয়াসিম আকরামের সাথেই বসা ছিলেন তার সাবেক সতীর্থ ওয়াকার ইউনিস। ওয়াকারের উদাহরণ টেনে ওয়াসিম বলেন, ‘পাকিস্তানের কোচ হওয়ার কথা ভাবলেই ওয়াকারের কথা মনে পড়ে। কোচ হওয়ার পর তাকে কয়েকবার বরখাস্ত করা হয়েছে। আপনারা তাদের অসম্মান করেছেন। এটা সহ্য করব না।’
ওয়াসিম আরও বলেছেন, ‘আমি পাকিস্তান ক্রিকেটকে সাহায্য করতে চাই। এ জন্য আমাকে টাকা দিতে চাচ্ছেন কেন? আমি বিনা পয়সায় কাজ করব। আপনারা যদি কোনো ক্যাম্পের আয়োজন করেন এবং সেখানে আমাকে চান, আমি থাকব। বড় টুর্নামেন্টের আগে আপনারা যদি আমাকে ক্রিকেটারদের সঙ্গে সময় কাটাতে বলেন, আমি সেটাও করব। কিন্তু বয়স এখন ৫৮ বছর। এই বয়সে আপনারা আমাকে যেভাবে অপমান করবেন, তা আমি নিতে পারব না। এত ধকল নিয়ে আমি জীবন কাটাতে পারব না।’
ইউএ / টিডিএস