ব্যর্থতার গ্লানি নিয়ে দেশে ফিরলেন শান্তরা

স্পোর্টস ডেস্ক

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। যেসব উচ্চ প্রত্যাশা নিয়ে তারা এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল, তার একদম অর্ধেকও পূরণ হয়নি। খারাপ পারফরম্যান্সের কারণে আরেকবার ব্যর্থতার তিক্ত অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরছে নাজমুল হোসেন শান্তর দল।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন বাংলাদেশের ক্রিকেটাররা। দেশে ফিরেই তাদের বিশ্রাম নেওয়ার খুব বেশি সময় মিলছে না। শীঘ্রই তারা ঢাকায় শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলতে নামবেন।

বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছিল ভারতের বিপক্ষে বড় হার দিয়ে। যেখানে টপ অর্ডার ব্যর্থ হওয়ায় বড় স্কোর দাঁড় করানো সম্ভব হয়নি। সেই সীমিত পুঁজি নিয়েও বোলাররা যথাসাধ্য লড়াই করেছেন। পরবর্তী ম্যাচেরও পরিস্থিতি ছিল কিছুটা একই। ব্যাটিং ব্যর্থতার কারণে বাংলাদেশ ২৫০ রানও করতে পারেনি।

তাদের শেষ ম্যাচটি ছিল পাকিস্তানের বিপক্ষে, কিন্তু বৃষ্টির কারণে টস পর্যন্ত করা সম্ভব হয়নি। দেড় ঘণ্টা অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়, এবং দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে। এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি হলো এই একটি পয়েন্ট।

বাংলাদেশ তিনটি ম্যাচ খেলেছিল, যার মধ্যে দুইটি হার এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। পাকিস্তানও একই পরিসংখ্যান অর্জন করেছে, তবে নেট রানরেটের কারণে পয়েন্ট টেবিলের তিন নম্বরে থেকে আসর শেষ করেছে বাংলাদেশ।

সুপ্তি / টিডিএস

You may also like