রবীন্দ্রকে জড়িয়ে ধরা দর্শক আজীবন নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক

২৯ বছর পর পাকিস্তানে আইসিসি টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। তবে চ্যাম্পিয়নস ট্রফি থেকে তারা ইতোমধ্যে বিদায় নিয়েছে। এখন প্রধান চ্যালেঞ্জ হচ্ছে টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে শেষ করা, বিশেষ করে নিরাপত্তা পরিস্থিতি।

২৪ ফেব্রুয়ারি বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। রাওয়ালপিন্ডিতে সেই ম্যাচে এক দর্শক হঠাৎ মাঠে প্রবেশ করেন। তার হাতে পাকিস্তানের ডানপন্থী রাজনৈতিক দল তেহরিক-ই-লাব্বাইকের নেতা সাদ রিজভীর ছবি ছিল। নিরাপত্তা বেষ্টনী ভেঙে তিনি কিউই ব্যাটার রাচিন রবীন্দ্রকে জড়িয়ে ধরেন। পরে নিরাপত্তা কর্মীরা তাঁকে আটকান।

পিসিবি বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে। সেই দর্শককে গ্রেপ্তার করা হয়েছে এবং পাকিস্তানের সব ভেন্যুতে তাকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। পিসিবি এক বিবৃতিতে জানায়, ‘নিরাপত্তা ভঙ্গের বিষয়টি আমরা খুব গুরুত্বের সঙ্গেই নিয়েছি। খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপদ রাখাটাই আমাদের প্রধান অগ্রাধিকার। সবগুলো মাঠের চারপাশে আরও নিরাপত্তা কর্মী বাড়ানোর জন্য ও প্রবেশ নিয়ন্ত্রণ কঠোর করতে স্থানীয় নিরাপত্তা সংস্থার সঙ্গে কাজ করছি আমরা। সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হয়েছে। পাকিস্তানের সবগুলো ক্রিকেট ভেন্যুতে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে তাঁকে।’

এদিকে লাহোরে আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচেও মাঠে ঢুকে পড়েন আরেক অনুপ্রবেশকারী। আফগানরা ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে জয় উদযাপন করছিল। নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে, আর নিরাপত্তার কারণে ভারত চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলো দুবাইয়ে আয়োজন করছে।

সুপ্তি / টিডিএস

You may also like