‘প্রস্তুতি ভালো হয়নি’ বললেন কোচ সালাহউদ্দিন

স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে নামার আগে দলের সহকারী কোচ জানালেন প্রস্তুতি ভালো না হওয়ার কথা।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রস্তুতি ঘাটতির কথা উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, ‘আমি শুধু এতটুকু বলব আমাদের হয়ত প্রস্তুতিটা খুব ভালো হয়নি। আমি মনে করি এটা একটা বড় ধরনের ফ্যাক্টর ছিল। আসলে অজুহাত দিতে চাই না। কারণ আপনি যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে আসবেন তখন আপনাকে তাড়াতাড়ি মানিয়ে নিতে হবে। আপনি হয়ত টেস্ট খেলবেন, সাথে আপনাকে টি-টোয়েন্টি, ওয়ানডেতেও খেলতে হতে পারে।’

সালাউদ্দিন আরও বলেন ‘এটা কোন অজুহাত না। আমি অজুহাতও দিতে চাই না। দ্রুতই মানিয়ে নেয়া দরকার ছিল, এই জায়গায় বড় মিস হয়ে গেছে। একটা সংস্করণ থেকে অন্য একটা সংস্করণে কীভাবে যে মানিয়ে নিতে হয় এগুলোর যে মানসিক দিক আছে সেগুলো তাড়াতাড়ি মানিয়ে নিতে হবে। তাহলে এ পর্যায়ে আমাদের ভালো হবে।’

অন্যদের সঙ্গে নিজেদের প্রস্তুতির পার্থক্য দেখিয়ে বলেন, ‘আপনি যদি দেখেন এই টুর্নামেন্ট খেলতে আসার আগে তারা যথেষ্ট প্রস্তুতি নিয়ে এসেছে। তারা এসেছে একটা ত্রিদেশীয় সিরিজ খেলেছে, পাকিস্তানে এসে যদি ত্রিদেশীয় সিরিজ খেলতাম সেখানে একটা প্রস্তুতির বিষয় আছে। ভারত, ইংল্যান্ডও কিন্তু তারা ৫০ ওভারের প্রস্তুতি নিয়েছে।আমরা কিন্তু সেই প্রস্তুতি নিয়ে আসতে পারিনি।’

বোর্ডের পরিকল্পনার বিষয়টিও সামনে এনে তিনি বলেন, ‘আমরা একটা বিপিএল খেলার পরই দুদিন পর ফ্লাই করেছি। প্রস্তুতি একটা বড় ব্যাপার। পরিকল্পনাটা কীভাবে করবেন এটা শুধু খেলোয়াড় না, আমরা যারা ম্যানেজমেন্টে আছি তাদেরও সেভাবে চিন্তা করতে হবে। যারা বোর্ডে আছে তাদেরকেও সেভাবে চিন্তা করতে হবে।’

ইউএ / টিডিএস

You may also like