বাংলাদেশকে ‘দুর্ভাগা’ বলতেও আপত্তি ওয়াসিম আকরামের

স্পোর্টস ডেস্ক

মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আনা নিয়ে দীনেশ কার্তিক বা ওয়াসিম জাফররের সাথে সমালোচনার তালিকায় আছে ওয়াসিম আকরামের নামটাও।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের ফিল্ডিং নিয়ে সাবেক পাকিস্তানি অধিনায়কের বক্তব্য, ‘ওটা একেবারেই হাতের ক্যাচ। মাহমুদউল্লাহকে দেখে মনে হয়েছে সে ছুটি কাটাতে এসেছে। এখন তার ব্যাটও হচ্ছে না, বোলিংও হচ্ছে না।’

মাহমুদউল্লাহ রিয়াদের ফিল্ডিংয়ের সমালোচনা করতে গিয়ে ওয়াসিম আকরাম সরাসরিই বলে বসলেন, তাকে দেখে মনে হয়েছে ছুটি কাটাতে এসেছে। ব্যাট হাতে ভরসার জায়গা মাহমুদউল্লাহ নিউজিল্যান্ড ম্যাচে ১৪ বলে করেছিলেন মোটে ৪ রান। মিচেল ব্রেসওয়েলকে উড়িয়ে খেলতে গিয়ে ধরা পড়েন উইল ও রুর্কের হাতে।

বাংলাদেশকে ‘দুর্ভাগা’ বলতেও আপত্তি জানিয়েছেন ওয়াসিম আকরাম। মুশফিক এবং মাহমুদউল্লাহকে লাল বলের অর্থাৎ টেস্ট বলের দিকেই মনোযোগী হওয়ার কথা বলেছেন। সাদা বলের ক্রিকেটে তরুণদেরই দেখতে চান তিনি।

তিনি আরও বলেন, ‘এটা বাংলাদেশ ক্রিকেটে শেখার সুযোগ। তারা মাহমুদউল্লাহ এবং মুশফিকুর রহিমের মতো খেলোয়াড় এনেছে যাদের বয়স ৩৯ আর ৩৭ বছর। তরুণ ক্রিকেটারদের সাদা বলের ক্রিকেটের জন্য তৈরি করো আর এসব অভিজ্ঞদের যদি খেলার আগ্রহই থাকে তবে লাল বলে খেলাও। সাদা বলের ক্রিকেট ভয়ডরহীন থাকার খেলা। বাংলাদেশকে এটা নিয়েই ভাবা উচিত। আগামী বছরের টি-২০ বিশ্বকাপের জন্য একটা দল তৈরি করা।’

ইউএ / টিডিএস

You may also like