সেমিফাইনাল নিশ্চিতে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে প্রথম ম্যাচে দুই দলই জিতেছে। আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা, আর ইংল্যান্ডকে হতবাক করে জয় পেয়ে অস্ট্রেলিয়া। করাচিতে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে ৩১৫ রানের সংগ্রহ করেছে, আর আফগানিস্তানকে ২০৮ রানে হারিয়েছে।

অপরদিকে ইংল্যান্ডের ৩৫১ রানের লক্ষ্য পূরণ করতে নেমে জশ ইংলিসের সেঞ্চুরির সাহায্যে ইংলিশদের হারিয়ে দেয় অস্ট্রেলিয়া। এটি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করার নজির।

বড় জয়ে উড়ছে দুই দল। এই ম্যাচে যে দল জিতবে তাদের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। এমন সমীকরণের সামনে আজ বিকেল ৩টায় রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হচ্ছে দুই দল। দুই সাবেক চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী প্রথমবারের মতো একে অপরের বিরুদ্ধে খেলবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগে কখনো তাদের দেখা হয়নি।

পরিসংখ্যান অনুযায়ী দুই দল ১১০ বার পরস্পরের মুখোমুখি হয়েছে তবে এটি তাদের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফির মুখোমুখি ম্যাচ। ১৯৯৮ সাল থেকে তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করছে। দক্ষিণ আফ্রিকা ৫৫টি জয় নিয়ে এগিয়ে, অস্ট্রেলিয়ার জয় ৫১টি। ৩টি ম্যাচ ড্র হয়েছে এবং একটিতে কোনো ফল হয়নি।

ওয়ানডেতে দুই দলের শেষ ১২ ম্যাচের ৯টি জিতেছে দক্ষিণ আফ্রিকা। তবে এই অর্জনে আত্মতৃপ্তি অনুভব করছেন না প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং দেখে তার জন্য স্বস্তি পাওয়ার কোনো কারণ নেই। দক্ষিণ আফ্রিকা সতর্ক আর অস্ট্রেলিয়া নাছোড়বান্দা।

পরিসংখ্যান বলছে ২০১৬ সাল থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে ১২টি ওয়ানডে ম্যাচে মাত্র ২টি হারিয়েছে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল ছিল একটি। আজকের টস দুটি দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

সুপ্তি / টিডিএস

You may also like