আমি এভাবেই খেলি: কোহলি

স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির পথে ওয়ানডে ক্রিকেটে ১৪ হাজার রান পূর্ণ করেছেন ভারতীয় মহাতারকা বিরাট কোহলি।

রান পূর্ণের মাইলফলকে সবার চেয়ে এগিয়ে রয়েছেন তিনি। ফিল্ডিংয়েও নতুন রেকর্ড গড়েছেন কোহলি। ২৯৯ ওয়ানডেতে ১৫৮ ক্যাচ নিয়ে এখন ওয়ানডেতে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড তাঁর দখলে। এর আগে এই রেকর্ড ছিল মোহাম্মদ আজহারউদ্দিনের। যার ঝুলিতে ছিল ১৫৬ ক্যাচ।

ফিল্ডিং নিয়ে কোহলি বলেন, ‘সত্যি বলতে বয়স বাড়লে তো ভালোই লাগে! যাদের ২৩-২৪ বছর তাদের কেমন লাগছে কে জানে আমার তো ভালো লাগে! এই বয়সেও আমি মাঠে পরিশ্রম করতে চাই। ফিল্ডিংয়ে নিজের শতভাগ দিতে হবে। নিজের কাজটা করে যেতে হবে। এ নিয়ে গর্বও অনুভব করি। আপনি যখন মাথা নিচু রেখে নিজের কাজটা করবেন কাজ হবে। পরিষ্কার একটা ধারণা গুরুত্বপূর্ণ। বলে যখন গতি থাকবে আপনাকে রান করতে হবে।’

ম্যাচে স্পিনারদের দারুণ সামলেছেন কোহলি। ঝুঁকি নিয়েছেন পেসারদের বলে। পরিকল্পনার সঠিক বাস্তবায়ন করেই সফল হয়েছেন এই তারকা।

কোহলি আরও বলেন, ‘গুরুত্বপূর্ণ ম্যাচে এমন ব্যাটিং করলে ভালোই লাগে যেখানে সেমিফাইনালে খেলার সম্ভাবনা সামনে আছে। রোহিত আউট হওয়ার পর আমার কাজ ছিল মাঝের ওভারগুলোতে খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া। স্পিনারদের নয় পেসারদের বিপক্ষে ঝুঁকি নেওয়ার। ওয়ানডেতে আমি এভাবেই খেলি।’

ইউএ / টিডিএস

You may also like