বড় রান করাই লক্ষ্য আমাদের : কোচ সিমন্স

স্পোর্টস ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে আশাহত হতে চান না সিমন্স।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৬ উইকেটে হেরে নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে নামছে বাংলাদেশ।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে কোচ সিমন্স বলেছেন, ‘এটা বড় রানের মাঠ এবং সেটা আমরা কাল লাহোরেও দেখেছি। কাজেই বড় রান করাই লক্ষ্য আমাদের। রান করতে হবে তিনশ’র বেশি।’

সিমন্স আরও বলেন, ‘গত পাঁচটি ওয়ানডেতে আমরা কয়েকবারই তিন শর বেশি রান করেছি। কাজেই আমাদের তা করার সামর্থ্য আছে। সর্বশেষ ম্যাচে আমরা ভালো শুরু করিনি। তবু ২০০ রান করেছি। যদি শুরুটা ভালো করি আমরা তিনশ’র বেশি রান করতে পারব।’

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের উইকেট হতে পারে ব্যাটিং–স্বর্গ-এমনটাই জানালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান কিউরেটর টনি হেমিং।

ইউএ / টিডিএস

You may also like