পরপর ২ বিতর্কিত ঘটনা চ্যাম্পিয়ন্স ট্রফিতে

স্পোর্টস ডেস্ক

বিতর্কের এক রেশ না কাটতেই অস্ট্রেলিয়ার জায়গায় ভারতের জাতীয় সংগীত বেজে ওঠার কারণে নতুন বিতর্কের সৃষ্টি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের পরিবর্তে বাজতে শুরু করে ভারতের জাতীয় সংগীত। ‘জনগণ মনো’র সুর মৃদু থাকলেও, ‘ভারত ভাগ্যবিধাতা’ জোরে বাজতেই সবাই বিষয়টি বুঝতে পারেন।

শোনা যাচ্ছে পরপর দু’দিনের বিতর্কিত ঘটনায় আয়োজক পাকিস্তান ও আইসিসি উভয়পক্ষই বিব্রত। বাংলাদেশ-ভারত ম্যাচে পাকিস্তানের নাম ফিড থেকে সরে যাওয়ার বিষয়টিকে আগেই বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি ‘কারিগরি ত্রুটি’ বলে উল্লেখ করেছিল।

পিসিবির একজন কর্মকর্তা বলেছেন, এটি একটি আইসিসি টুর্নামেন্ট। তাই মিউজিক প্লেলিস্টটি আইসিসি তৈরি এবং বিতরণ করেছে। স্টেডিয়ামে ভুলভাবে ভারতীয় জাতীয় সঙ্গীত বাজানোর পরে পিসিবি আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে।

পিসিবি ও আইসিসি বিব্রতবোধ করার পাশাপাশি বিষয়টিকে ‘অনিচ্ছাকৃত ভুল’ বলেছে। উভয়পক্ষ জানিয়েছে, আমাদের সঙ্গে চুক্তিতে থাকা ইভেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি অনিচ্ছাকৃত ভুল করে ফেলেছে।

এ প্রসঙ্গে আইসিসির এক মুখপাত্র বলেছেন, ‘এটি টুর্নামেন্টের লোগো নয়। তবে টুর্নামেন্টের লোগোর ওয়াটারমার্ক অনুযায়ীই বানানো হয়েছে।’

আইসিসির ওই ফিডের প্রস্তুতকারক সানসেট+ভাইন নামে একটি প্রতিষ্ঠান।

ইউএ / টিডিএস

You may also like