নিউজিল্যান্ডের বিপক্ষে মাহমুদউল্লাহ নাকি মুশফিক?

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছিল ভারতের বিপক্ষে হার দিয়ে। এবার দ্বিতীয় ম্যাচে আগামীকাল রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে টাইগাররা। তবে ম্যাচের আগে দলের একাদশ নিয়ে আলোচনা চলছে। ভারতের বিপক্ষে পায়ের ইনজুরির কারণে মাহমুদউল্লাহ রিয়াদ খেলতে পারেননি, তবে রাওয়ালপিন্ডিতে তাকে দলে ফেরানোর পরিকল্পনা রয়েছে।

ভারতের বিপক্ষে সেই খারাপ ম্যাচে ব্যাট হাতে নিজেকে প্রমাণ করেছেন জাকের আলি অনিক। অন্যদিকে, মুশফিকুর রহিম গোল্ডেন ডাক পেয়েছিলেন। তাওহীদ হৃদয়ের সেঞ্চুরির মাধ্যমে বাংলাদেশ ২২৮ রান সংগ্রহ করে। তবে এখন প্রশ্ন উঠছে, মাহমুদউল্লাহ দলে ফিরলে কার জায়গা হবে খালি? গুঞ্জন রয়েছে, মুশফিকই হয়তো বাদ পড়বেন।

জাতীয় দলের নির্বাচক আবদুর রাজ্জাক গতকাল গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে মাহমুদউল্লাহর ইনজুরি প্রসঙ্গে বলেন, ‘ফিজিওর উপর নির্ভর করেছে। আজকে প্র্যাকটিস করলো। অবস্থাটা এখনও জানায়নি ফিজিওরা। ওরা জানাবে খুব সম্ভবত প্র্যাকটিস শেষে আরকি।’

পরে মুশফিকুর রহিমের ফর্ম চিন্তার কারণ কি না প্রশ্নে রাজ্জাক বলেন, ‘কেন চিন্তার কারণ হবে? একটা ম্যাচ খারাপ করেছে। এটা যে কেউই হতে পারে। আমার মনে হয় না যেকোনো একজন ব্যাটারের পারফরম্যান্স এত চিন্তার কারণ হবে।’

দলের অবস্থা নিয়ে রাজ্জাক বলছিলেন, ‘টিমের অবস্থা ভালো। ভালো প্র্যাকটিস করছে, সুযোগ-সুবিধা নেট বোলার সবকিছুই মোটামুটি ভালো আছে। প্রথম ম্যাচ তো চলেই গেছে, তা তো আর টেনে নেওয়া যাবে না। ফল যাই হোক, জেতা-হারা যাই হোক। এছাড়া দলের সব অবস্থা ভালোই আছে।’

সুপ্তি / টিডিএস

You may also like