ভারতকে এগিয়ে রেখে পাকিস্তান দলের পারফরম্যান্স নিয়ে একহাত নিয়েছেন শহিদ আফ্রিদি।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। আইসিসি ইভেন্ট ছাড়া শক্তিশালী এই দুই দলকে একে অপরের বিরুদ্ধে মাঠে খুব কমই দেখা যায়। তাদের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল ২০২৩ বিশ্বকাপে। যেখানে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত জয়লাভ করে।
পাকিস্তানের সাবেক এ অধিনায়ক বলেন, ‘যদি আমরা ম্যাচ উইনারদের কথা বলি তাহলে বলব ভারতের অনেক ম্যাচ উইনার নিয়ে দল সাজানো। ম্যাচ উইনার তারা। যে জানে কীভাবে একাই ম্যাচ জিতিয়ে আনতে হয়। পাকিস্তানে এমন খেলোয়াড় নেই। ভারতের শক্তি তাদের মিডল অর্ডার ও লোয়ার অর্ডারে। তাদের মধ্যে ম্যাচ জেতানোর সক্ষমতা আছে। আমরা খেলোয়াড়দের অনেক সুযোগ দিয়েছি। কেউই ধারাবাহিকভাবে পারফর্ম করেনি। এই জায়গাতেই আমরা ভারত থেকে পিছিয়ে।’
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এখন পর্যন্ত ২২টি ম্যাচ খেলেছে পাকিস্তান। যার মধ্যে জয় পেয়েছে মাত্র ৮টিতে। অন্যদিকে, ভারত এই ভেন্যুতে ৭ ম্যাচ খেলেছে এবং মাত্র ১টিতে হারের স্বাদ পেয়েছে। যা তাদের জন্য বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।
ইউএ / টিডিএস