মাঞ্জরেকার মনে করছেন,পাকিস্তান এবার আরও দু্র্বল

স্পোর্টস ডেস্ক

সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে পাকিস্তান ভারতকে চাপে ফেলতে পারবে না বলে মনে করেন ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার।

মাঞ্জরেকার পাকিস্তানের বড় ঘাটতি দেখছেন, ‘এই কন্ডিশনে সফল হতে ভালো স্পিনার দরকার। কিন্তু পাকিস্তান দলে শুধু একজন বিশেষজ্ঞ স্পিনার আছে—আবরার আহমেদ। তারা সালমান আগা বা খুশদিল শাহকে ব্যবহার করতে পারে। তবে তারা ভারতীয় ব্যাটসম্যানদের বিপদে ফেলার জন্য যথেষ্ট নয়। পেস বোলিংয়েরও খুব একটা প্রভাব পড়বে না।’

গত এক দশকে ভারতের প্রায় একতরফা পারফরম্যান্সের পরও অবশ্য এই ম্যাচের উত্তেজনা কমেনি বলে মনে করেন মাঞ্জেরেকার, ‘এই লড়াইয়ের উত্তেজনা একটুও কমেনি। মানের দিক থেকে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচটি কিছুটা ভালো হতে পারে। যদি কোনো ভারতীয় বা পাকিস্তানি সমর্থককে জিজ্ঞেস করেন, তারা অবশ্যই রবিবারের ম্যাচটিকে বেছে নেবে।’

২০১১ সাল থেকে ভারত ও পাকিস্তান মোট ১৫টি ওয়ানডে ম্যাচ খেলেছে। যার মধ্যে ভারত জয় পেয়েছে ১০টি, আর পাকিস্তান জিতেছে মাত্র ৪টি। তবে দুই দলের সামগ্রিক মুখোমুখি পরিসংখ্যানে এখনো পাকিস্তান এগিয়ে। তাদের ৭৩টি জয়ের বিপরীতে ভারতের জয় ৫৭টি। এটি স্পষ্ট যে একসময় পাকিস্তান কতটা আধিপত্য বিস্তার করেছিল। তবে সময় বদলেছে—প্রতিভা ও সামর্থ্যের দিক থেকে এখন ভারতই এগিয়ে।

ভারত–পাকিস্তান ম্যাচের আগে সেটিই মনে করিয়ে দিয়েছেন মাঞ্জরেকার। ধারাভাষ্যকার দীপ দাশগুপ্তের প্রশ্নের জবাবে এই সাবেক ক্রিকেটার বলেন,‘পাকিস্তান এখন ভারতের মানের কাছাকাছিও নেই। সাম্প্রতিক সময়ে ভারত পুরোপুরি আধিপত্য বিস্তার করেছে। আর এবার পাকিস্তান তো আরও দুর্বল।’

ইউএ / টিডিএস

You may also like