জয় দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথমবার খেলতে আসা আফগানিস্তানকে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু দক্ষিণ আফ্রিকার।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) করাচি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা আফগানিস্তানের বিপক্ষে ১০৭ রানে জয় লাভ করেছে। তারা আগে ব্যাট করে ৩১৬ রান করে যা আফগানিস্তানের জন্য একটি বড় লক্ষ্য ছিল। এই চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে আফগানরা থেমেছেন ২০৮ রানে।

ইনিংসের শুরু থেকেই তারা আফগান ব্যাটারদের চাপে রেখেছিল। সর্বোচ্চ ৩ উইকেট নেন রাবাদা। লুঙ্গি ও উইয়ান মুল্ডার নেন ২ উইকেট। বাকি দুই বোলার মার্কো ইয়ানসেন ও কেশব মহারাজ নেন একটি করে। এতে ৪৩ দশমিক ৩ ওভারে অলআউট হয় আফগানিস্তান।

আফগানদের হয়ে একাই লড়েছেন রহমত শাহ। অল্পের জন্য হাতছাড়া হয়েছে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিটা। খেলেছেন ৯০ রানের ইনিংস। এতে ৯ চার ও ১ ছক্কা মেরেছেন তিনি।

আফগানিস্তানের অন্যান্য ব্যাটসম্যানরা ভালো শুরু করলেও বড় স্কোর গড়তে পারেননি। ছয়জন ব্যাটার দুই অঙ্কে পৌঁছালেও কেউই ২০ রানের বেশি করতে পারেননি। যা আফগানিস্তানের রান তাড়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আজমতউল্লাহ ওমরজাই এবং রশিদ খান উভয়ে ১৮ রান করে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন।

ইউএ / টিডিএস

You may also like