আফগানিস্তানের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার বড় লক্ষ্য

স্পোর্টস ডেস্ক

করাচি ন্যাশনাল স্টেডিয়ামে রান সংগ্রহে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা ছিল না, কারণ এটি একটি হাই স্কোরিং উইকেট। আগের মতো এবারও দক্ষিণ আফ্রিকা করাচিতে রানের বন্যা বইয়ে দিলো আফগানিস্তানের সামনে। টস জিতে ব্যাট করতে নেমে রায়ান রিকেলটনের সেঞ্চুরি ও আরও তিনটি হাফ সেঞ্চুরির ওপর ভর করে আফগানিস্তানের সামনে ৩১৬ রানের লক্ষ্য দাঁড় করাল প্রোটিয়ারা।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচটি ছিল করাচিতে, এবং এটি ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচ। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন।

ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরু থেকেই মনোযোগী ব্যাটিং করে। যদিও ২৮ রানের জুটি গড়ার পর টনি ডি জর্জি আউট হয়ে যান। এরপর রায়ান রিকেলটন ও টেম্বা বাভুমা মিলে ১২৯ রানের একটি দারুণ জুটি গড়েন।

২৯ তম ওভারে মোহাম্মদ নবি টেম্বা বাভুমাকে এলবিডব্লিউ আউট করেন, তবে রিভিউ নিয়ে বেঁচে যান বাভুমা। কিন্তু পরবর্তী বলেই তিনি ছক্কা মারতে গিয়ে আউট হন, ৭৬ বলে ৫৮ রান করেন তিনি।

রায়ান রিকেলটন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করতে ১০১ বল খেলেন এবং ১০৩ রান করে রানআউট হন। এরপর রাশি ফন ডার ডুসেন ও এইডেন মারক্রাম ঝড় তোলেন, ফন ডার ডুসেন ৪৬ বলে ৫২ রান করে আউট হন, এবং মারক্রাম ৩৬ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন।

ইনিংসের শেষ দুই বলে উইয়ান মুল্ডার ১০ রান নিয়ে দলের স্কোর ৩১৫ রানে নিয়ে যান। মুল্ডার ৬ বলে ১২ রানে অপরাজিত ছিলেন। ডেভিড মিলার ১৪ রান করে আউট হন।

আফগান বোলারদের মধ্যে মোহাম্মদ নবি ২ উইকেট নেন, আর ১টি করে উইকেট নেন ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই এবং নুর আহমদ।

সুপ্তি / টিডিএস

You may also like