ম্যাচের আগে আইসিসির ক্যামেরায় কি বললেন মিরাজ

স্পোর্টস ডেস্ক

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে ফরম্যাটের ভিন্নতা নিয়ে কথা বললেন সহ-অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের আগে আইসিসির সঙ্গে আলাপকালে মিরাজ জানালেন, ফরম্যাটের বদল হলেও এই টুর্নামেন্টে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী পুরো দল। জাতীয় দলের এই তারকা জানান, ‘আমাদের দেশে অনুশীলন ভালো হয়েছে। বিপিএলে আমাদের ছেলেরা ভালো সময় পার করেছে। ব্যাটিং ভাল ছিল। বল হাতেও ভাল কিছু ছিল। আমাদের মধ্যে সেই আত্মবিশ্বাস আছে।’

তিনি আরও বলেন ‘এমন টুর্নামেন্টে আমাদের সবারই একটা বাড়তি দায়িত্ব থাকবে। আমরা এই কন্ডিশনে ভালো খেলার জন্য মুখিয়ে আছি। হ্যাঁ। কাজটা কঠিন তবে আমরা আত্মবিশ্বাসী।’

দলের সহ-অধিনায়ক বিশ্বাস করেন দল হিসেবে ভালো কিছু করা সম্ভব বাংলাদেশের, ‘তারা (ভারত) খুবই ভালো একটা দল। আমরা দল হিসেবে বেশ অভিজ্ঞ। আমাদের এমন কিছু খেলোয়াড় আছে যারা অনেকগুলো দিন ধরেই খেলে যাচ্ছে। আমরা খুবই মুখিয়ে আছি। আমরা যদি ঠিকঠাক পারফর্ম করি ম্যাচ বের করে আনা সম্ভব।’

ইউএ / টিডিএস

You may also like