বাংলাদেশ দলকে শুভকামনা মাশরাফীর

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে বাংলাদেশ দলকে শুভকামনা জানালেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে নাজমুল হোসেন শান্তরা। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এই মুহূর্তে দুবাইয়ে অবস্থান করছে বাংলাদেশ দল।

বাংলাদেশের সাবেক অধিনায়ক নিজের ফেসবুকে এক পোস্ট দিয়ে লিখেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি রইল শুভকামনা। সাহস এবং দৃঢ়তার সঙ্গে খেলে যাও। শুভকামনা সবসময়।’

চ্যাম্পিয়ন্স ট্রফি প্রায় ৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। মাশরাফী সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২০ সালে। নেতৃত্ব ছাড়ার পর তিনি আর জাতীয় দলে খেলেননি, এমনকি দলের সঙ্গে যুক্তও হননি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে বারবার তার নামটি উঠে আসছে।

ইউএ / টিডিএস

You may also like